বর্তমান সময়ে প্রাই ৯০% ছেলে মেয়ের ১০ বছরের পরেই শারীরিক পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে । যার ফলে তাদের মাঝে যৌন আকর্ষণ আরো বৃদ্ধি পেয়ে যাই। কিন্তু অল্প বয়সে অনেকেই জানে না এর খারাপ দিক কোন টা , অতঃপর তাদের যৌন বা চর্ম রোগের মতো মারাত্মক রোগ শরীরে বাসা বাধে।
যেহেতু এই বিষয় গুলো অনেক বেশি পার্সোনাল তাই তারা সবার সাথে শেয়ার করতে লজ্জা পাই। কিন্তু আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করবো চর্ম ও যৌন রোগ নিয়ে। কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাই, এবং পাশাপাশি আলোচনা করবো বাংলাদেশ এর সব থেকে ভালো কিছু চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞদের নিয়ে তাদের ঠিকানা এবং কনটাক্ট নম্বর সহ। কারণ এই রোগের ফলে আপনার অনেক বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে , তাই নিজে কিছু না করে সব সময় চেষ্টা করবেন একজন ভালো স্পেশালিস্ট এর সাথে কথা বলার।
ঘরোয়া পদ্ধতিতে যেভাবে চর্ম ও যৌন সমস্যা সমাধান করবেন
রোগ হওয়া টা যত বেশি স্বাভাবিক ,সেইটা থেকে মুক্তি পাওয়ার পথ টা তত বেশি স্বাভাবিক না। তবে বেশ কিছু ঘরোয়া টিপস আছে যেগুলো ফলো করলে হয়তো আপনার কঠিন রোগ টি থেকে মুক্তি পেতে পারেন।
চর্ম রোগ বা যৌন রোগের সমস্যা লক্ষ লক্ষ মানুষের , অনেকেই এই ব্যাপারে অতি চিন্তা করতে আরো কয়েকটা রোগের জন্ম দিয়ে ফেলে। কিন্তু খুব সহজেই কিছু রুটিন মেইনটেইন করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন :
- প্রতিদিন পর্যাপ্ত পরিমান খাবার এবং পানি পান করতে হবে সাথে পর্যাপ্ত পরিমান ঘুমাতে হবে।
- নিয়মিত শরীরের যত্ন নিতে হবে , শরীরের সব জায়গা পরিষ্কার রাখতে হবে যাতে জীবাণু আক্রমণ করতে না পারে।
- পর্যাপন্ন যৌবন সমস্যা গুলির জন্য মেডিকেশন বা যৌন প্রস্তুতি সাধারণভাবে নিন।
- স্বাস্থ্যকর খাবার খান, যেমন ফল, সবজি, প্রোটিন, ওমেগা-3 অসিড, এবং যৌন স্বাস্থ্যের জন্য জরুরি।
উপরোক্ত বিষয় গুলো ফলো করলে হয়তো আপনি কিছু টা স্বস্তি পাবেন তবে পার্মানেন্ট ভাবে রোগ ভালো করতে অবশ্যই একজন ভালো স্পেশালিস্ট এর শরণাপর্ণ হতে হবে।
এখান আমরা বাংলাদেশ এর উল্লেখযোগ্য বেশ কয়েক জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা দিচ্ছি।
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা
ড. মোশাররফ আহমেদ খসরু
ড. মোশাররফ আহমেদ খসরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে এমবিবিএস সম্পন্ন করেন।
পরবর্তীকালে তিনি ইনস্টিটিউট অফ ডার্মাটোলজি, মেডিকেল সার্ভিসেস বিভাগ, জনস্বাস্থ্য মন্ত্রনালয়, ব্যাংকক, থাইল্যান্ড (রয়্যাল থাই সরকার এবং জাপান সরকার যৌথভাবে পরিচালিত) এ ডিপ্লোমা ইন ডার্মাটোলজি সম্পন্ন করেন।
ঠিকানা
আজগর আলী হাসপাতাল, ১১১/১/এ, ডিস্টিলারি রোড, ধুপখোলার পাশে
সিটি অয়েল মিল বিল্ডিং , খেলার মাঠ
ঢাকা ১২০৪ বাংলাদেশ
কন্টাক্ট নম্বর : 01971-984709
শনি: 9:30AM – 5:00PM
রবি: সকাল 9:30 - 5:00 PM
সোম: সকাল 9:30 - 5:00 PM
মঙ্গল: 9:30AM – 5:00PM
বুধ: সকাল 9:30 - 5:00 PM
বৃহস্পতি: সকাল 9:30 - 5:00 PM
শুক্র: বন্ধ
প্রফেসর ডা আব্দুল লতিফ খান
এমবিবিএস, ডিডিভি (ডিইউ), এফসিপিএস (চর্মবিদ্যা)
ফেলোশিপ Trg. লেজারে (থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র)
বিভাগের প্রাক্তন প্রধান (চর্মরোগ বিভাগ, সিএমএইচ ঢাকা)
ত্বক, ভিডি, অ্যালার্জি এবং যৌন বিশেষজ্ঞ
কন্টাক্ট নম্বর :
ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা:
মোব: 01766-662603, 01766-662606
টেলিফোন: 58950322, 58954772, 58950316, 58952522
ব্যক্তিগত: (শুধুমাত্র জরুরী জন্য)
মোব: +8801715157934
(শনি থেকে বৃহস্পতিবার : 05:00PM - 10:00PM)
LABAID ডায়াগনস্টিক 1, উত্তরা
ডা হাসিবুর রহমান
লেজার, ডার্মাটোসার্জারি, কসমেটোলজি এবং সেক্সুয়াল মেডিসিনে প্রশিক্ষিত (দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, জয়পুর, লাহোর, নেপাল, শ্রীলঙ্কা,
সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, কোরিয়া, জাপান, ফ্রান্স, ইতালি, স্লোভাকিয়া, তুরস্ক)।
ঠিকানা ও কন্টাক্ট নম্বর :
ই-মেইল যোগাযোগ:
dr_cosmoderma@yahoo.com
Prof.dr.hasiburrahman@gmail.com
নেসাস হসপিটালস (মেয়েদের ক্যাডেক্সের বিপরীতে) সোমবার থেকে বিকাল ৪টা রাত ৯টা পর্যন্ত। প্রত্যেক তারিখ বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। ময়মনসিংহ অ্যাপয়েন্টমেন্ট 01796586561-2; 01711315725
ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ,চরপাড়া মোড়, ময়মনসিংহ প্রতি সোমবার (সকাল ১০টা থেকে দুপুর ২টা…) যোগাযোগের নম্বর :০১৯৫৮২৮০০১০,০১৮৭২৯৪৪১৬৬
ট্রামা হাসপাতাল- রবিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট # কল- ০১৭৮৬২২৭৪৫৬, ০১৯১২৮০৭৪৫৬
লেজার – স্কিনের কেন্দ্র : ৯৬ / নির্মলবাস, (এডওয়ার্ড স্কুলের নিয়ম) শুধুমাত্র জিই ২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত। ময়মনসিংহ অ্যাপয়েন্টমেন্ট – 01316171188; 01711315725,
এভার কেয়ার (এভার কেয়ার) হসপিটালস ঢাকা। প্ল্যাটো # ৮১, ব্লক # ই, বসুন্ধরা আর/এ, ঢাকা। দেখার সময়: প্রতি শনিবার এবং রবিবার সকাল 10 টা থেকে 6 টা পর্যন্ত। অ্যাপয়েন্টমেন্ট # কল- 10678, +88-09614010678 সহকারী: 01876728864
মোবাইল যোগাযোগ: +88-01316171188
এম.এন. হুদা
অধ্যাপক এম.এন. হুদা ঢাকা, বাংলাদেশের একজন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ। বিশ্বখ্যাত এই চিকিৎসক স্বাস্থ্যসেবা খাতে তাঁর চমৎকার কাজ এবং নিঃস্বার্থ সেবার জন্য উপচে পড়া শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। এ কারণে তিনি দক্ষিণ এশিয়ার সেরা চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। এছাড়াও তিনি বাংলাদেশের ঢাকার সেরা স্কিন স্পেশালিস্ট।
প্রফেসর হুদা ডার্মাটোলজি ও ভেনারোলজি বিভাগের একজন নিবেদিতপ্রাণ অধ্যাপক এবং এক কন্যা ও এক পুত্রের গর্বিত পিতা৷ তিনি ঢাকা, বাংলাদেশের একজন নেতৃস্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞ। এছাড়াও তিনি ঢাকা, বাংলাদেশের সেরা লেজার চিকিৎসা প্রদান করছেন।
ঠিকানা :
পরিদর্শন দিবস: শনিবার, সোমবার, বুধবার
ফোন: 01719183060, 01915848333
পপুলার-২, সেক্টর# 4, উত্তরা, ঢাকা
পরিদর্শন দিবস: রবিবার, মঙ্গলবার
ফোন: 09613787805, 01917609010
কন্টাক্ট নম্বর :
01719 183060
09613 787805
নুরজাহান টাওয়ার, ২ লিংক রোড, বাংলামোটর, ঢাকা
অধ্যাপক ডাঃ আনজিরুন নাহার আসমা
এমবিবিএস, ডিডিভি, এফসিপিএস (চর্ম ও যৌন রোগ) ফেলো স্কিন এন্ড লেজার সার্জারী (থাইল্যান্ড) অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন রোগ বিভাগ
পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
রোগী দেখার সময়:
সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত
৪র্থ তলা, রুম নং # ৪০১
অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ
হটলাইনঃ ১০৬৩৬ অথবা ০৯৬৬৬ ৭৮৭৮০১
প্রতিদিন শনি থেকে বুধবার (বৃহঃ ও শুক্র বন্ধ)
০১৯৪৪-৮৫০৭০৬, ০১৩২৪-১৬৯৯৬৯
ডা: হাবীবুর রহমান
চর্ম, এল্যার্জী, ব্রন, মেসতা ও যৌন রোগ বিশেষজ্ঞ
এম.বি.বি.এস(ডি.এম সি) বি.সি.এস(স্বাস্হ্য)
ডি.ডি.ভি(র্চম ও যৌন রোগ)
চর্ম ও যৌন রোগ বিভাগ।
ঠিকানা:
কালিবাড়ী (গনি স্কুলের পূর্ব পাশে) চাঁদপুর।
সিরিয়াল:০১৯৫৯৭৯৯০৩৬
স্বাক্ষাত:
(বুধবার বন্ধ) প্রতিদিন দুপুর ৩টা- ৭টা পর্যন্ত।
নিউ লাইফ, ডায়াগনস্টিক সেন্টার,
ডাঃ ফারাহ সাফা হক
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (ডার্মাটোলজী ও ভেনেরিওলজী)
ফেলো-ইন কসমেটিক ডার্মাটোলজী ও লেজার সার্জারী (ইন্ডিয়া)
ঠিকানা:
রুম নং ৩১৫, পুরাতন ভবন, ঠনঠনিয়া, শেরপুর রোড, বগুড়া
কন্টাক্ট নম্বর :
অনলাইন চেম্বারঃ লাইফস্প্রিং,পান্থপথ, ঢাকা
সিরিয়ালঃ ০৯৬৩৮৫০৫৫০৫
চেম্বারঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার
সিরিয়ালঃ ০১৯০৮০০৭০০৭
আরও পড়ুনঃ বাংলাদেশের সেরা শিশু বিশেষজ্ঞ এবং শিশু কার্ডিওলজিস্ট ডাক্তার
বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন :যৌনরোগ কি ?
উত্তর :এগুলি ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী বা ছত্রাক দ্বারা সৃষ্ট হতে পারে, তবে প্রায় সবসময় ত্বকের মাধ্যমে, যে কারণে ভেনেরোলজিও চর্মবিদ্যার অংশ হিসাবে বিবেচিত হয়। এখানে সবচেয়ে সাধারণ রোগ হল সিফিলিস, গনোরিয়া এবং পিউবিক লাউস। এইচআইভি সংক্রমণের চিকিৎসাও চর্মরোগ বিশেষজ্ঞ এবং ভেনেরিওলজিস্ট দ্বারা করা হয়।
প্রশ্ন :যৌনরোগের সমাধান কি?
উত্তর : অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, প্রায়শই একক মাত্রায়, গনোরিয়া, সিফিলিস, ক্ল্যামাইডিয়া এবং ট্রাইকোমোনিয়াসিস সহ অনেক যৌনবাহিত ব্যাকটেরিয়া এবং পরজীবী সংক্রমণ নিরাময় করতে পারে।
শেষ কথা
চর্ম ও যৌন রোগ বর্তমানে খুবই কমন একটি রোগ। কিন্তু এর ফলে হাজার হাজার ছেলে মেয়ে প্রতি বছর নানা রকম সমস্যায় ভুগে, ফ্রাস্ট্রেশনে চলে যাই। কিন্তু খুব সহজে আপনার নিকিতস্থ কোনো স্পেশালিস্ট এর সাথে যোগাযোগ করে এই ব্যাপারে সমাধান পেতে পারেন।
আজকের এই আর্টিকলে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চর্ম ও যৌন রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং বাংলাদেশ এর সব থেকে ভালো কিছু ডাক্তার এর তালিকা। আশা করি অপনারা অনেক বেশি উপকৃত হবেন। যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট করুন আমাদের এই আর্টিকেল এর নিচের বক্সে। ধন্যবাদ।